কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

দেবিদ্বার প্রতিনিধি :  কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে শনিবার (১৬-০৪-২২) বিকালে জি.এফ.বি গ্রুপের আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান৷ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক অলিউল্লাহ্ তুহিন, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম,হাজী মো. মামুনুর রশিদ, দেবিদ্বার প্রেসক্লাবের সহ-সভাপতি ফখরুল ইসলাম সাগর,সহ-সভাপতি ডা.এনামূল হক,এসএম মাসুদ রানা , সাধারন সম্পাদক ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম,দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মাহফুজ আহম্মেদ,আল ইসলাম হাসপাতালের পরিচালক সাংবাদিক মো.কামরুল হাসান, সাংবাদিক আবুল বাশার, আব্দুল আলীম, বিল্লাল হোসেন, রাছেল সরকার, কাইয়ূম ভুইয়া,শাহজালাল,শাহপরান প্রমূখ৷

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভে অরগানাইজেশন এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ ,জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার ছোট ভাই মো.মাহবুর মোর্শেদ।

এর আগে দেবিদ্বার শিশু পরবারের সদস্যদেরে জন্য ইফতার সরবরাহ সহ নিউ মার্কেট এলাকার রিক্সা ও অটু রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতারের পূর্বে জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনাসহ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

দেবিদ্বারের মাদক নিমূল সহ আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শ সহ নানা বিষয়ে বক্তারা আলোচনা করেন৷

প্রধান অতিথির বক্তব্যে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, দেবিদ্বার উপজেলার কুমিল্লা জেলার বৃহৎ একটি উপজেলা৷ থানা এলাকার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস, বিভিন্ন ইউনিয়নে গিয়ে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা পালনের চেষ্টা করছি৷ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ,আপনাদের সহযোগিতা জন্য। জনগনই সকল ক্ষমতার উৎস এটা প্রমান হয়েছে গত ৭ তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে৷ আগামী দিনেও দেবিদ্বারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে আপনারা থানা পুলিশকে সহযোগিতা করবেন৷পরে মোনাজাত ও ইফতার গ্রহনের মধ্যে সভার সমাপ্তি হয়৷