নতুন ভবনে নাঙ্গলকোট কৃষি ব্যাংক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

নাঙ্গলকোট প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লার নাঙ্গলকোট শাখা নতুন ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন  করা হয়েছে। রবিবার দুপুরে ব্যাংকের আঞ্চলিক  ব্যবস্থাপক   মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামছু উদ্দিন কালু।  উদ্বোধন করেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ।
নাঙ্গলকোট শাখা ব্যাবস্থাপক আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,  পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব, ব্যাংক কর্মকর্তা ইবাদ আব্দুল্লাহ জাহিদ, রবিউল ইসলাম, মনজুরুল ইসলাম, উর্ধ্বতন কর্মকর্তা সোহাগ রানা প্রমূখ।