নাঙ্গলকোটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম,দোয়া ও আলোচনা সভা

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও ৫ অক্টোবর রোডমার্চ সফল করার লক্ষ্যে আলোচনা সভা শনিবার বিকেলে উপজেলার ভুলুয়া পাড়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার মমতাজুল করিম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জহিরুল কাইয়ুম, বিএনপি নেতা আরিফুল আলম নোমান, মক্রবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌরসভা কৃষকদল সভাপতি নুরুল আমিন, উপজেলা যুবদল নেতা কবির খাঁন, মক্রবপুর ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাশেম মিয়াজী, কুমিল্লা জেলা দক্ষিণ যুবদল সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না, সাদ্দাম হোসেন, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ হারুন।

একই দিন সকালে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভুলুয়া পাড়া বাইতুল আমান জামে মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মাগরিব নামাজ শেষে দোয়া মুনাজাত করা হয়।