নাঙ্গলকোটে পানিতে ডুবে দু’শিশুর  মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লার নাঙ্গলকোটে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাবিলা আক্তার (৭) ও মুনতাহা আক্তার (৬) নামে দু’বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মৌকারা ইউনিয়নের পরকরা গ্রামের হাজি বাড়ির পুকুরে জাল ফেলে শিশু দু’টির লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু দু’টি  পরকরা গ্রামের মিজানুর রহমানের মেয়ে নাবিলা আক্তার ও তার ভাই প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা আক্তার।

শিশু নাবিলার বাবা মিজানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে নাবিলা আমার সাথে নাস্তা করে। পরে সে ও আমার ভাইয়ের মেয়ে মুনতাহা বাড়ির উঠানে খেলা করছে দেখলাম। কিছুক্ষণ পর থেকে তাদের দু’জনকে কোথাও খোঁজে না পেয়ে আমাদের পুকুরে জাল ফেললে জালের মধ্যে দু’জনের মৃতদেহ উঠে আসে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। খোঁজ নিয়ে দেখছি।