স্টাফ রিপোর্টার ।। কবি ফখরুল হুদা হেলালের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার কুমিল্লা নগরীর শাকতলায় সুলতানে মদিনা মডেল মাদ্রাসায় এই আয়োজন করা হয়। মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ এই দোয়ার আয়োজন করে। বাদ জোহর আয়োজিত দোয়া শেষে শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজে মিলিত হন সংসদের নেতৃবৃন্দ। দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের সহ-সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংসদের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান,বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান। ধন্যবাদ জানান কবি ফখরুল হুদা হেলালের ছোট ভাই বদরুল হুদা জেনু। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা। দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ মাওলানা আবু হানিফ মুজমদার।