বুড়িচংয়ে বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের আনন্দ র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ

মোস্তাফিজুর রহমান ।।
প্রকাশ: ৯ মাস আগে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ একত্রিত হয়। উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে এমপি আবুল হাসেম খানের কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজির উপস্থিতিতে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বুড়িচং সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনারে এসে শেষ হয়। উপজেলা শহিদ মিনারে সকল নেতাকর্মীর উপস্থিতিতে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের চেয়ারম্যানের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড.রেজাউল করিম, জেলার যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ, মুস্তাফিজুর রহমান, এম এ মতিন এমবিএ, অধ্যক্ষ আলমগীর, সাবেক ভাইস চেয়ারম্যান নাদেরা পারভীন, জয়নাল আবেদীন চেয়ারম্যান, মাজেদ মেম্বার, আলিফ রায়হান হামিদ, মানিক মিয়া,মিজানুর রহমান লিটন, সাবেক ছাত্রনেতা হাজী বিল্লাল হোসেন চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জি. বাছির খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল উদ্দিন,যুগ্ম আহবায়ক শামীমূল ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান খান, ফারুক মেম্বার, রিপন মেম্বার, মোতায়ের হোসেন, দুলাল হোসেন মাস্টার , উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন প্রমুখ।
পরিশেষে শপথ বাক্য পাঠ করেন অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।