মুরাদনগরে আশ্রাফ মেম্বারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মুরাদনগর প্রতিনিধি।।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার আশ্রাফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মুরাদনগর – কোম্পানীগঞ্জ সড়কের রহিমপুর স্টেশনে হাজারো মানুষের  অংশগ্রহণে এ মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনগণ।
আশ্রাফুল ইসলাম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ও রহিমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, ” নবিপুর পশ্চিম ইউনিয়নের  মেম্বার   আশ্রাফুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
আশ্রাফ মেম্বার হচ্ছে  গরীব ও অসহায় মানুষের  বন্ধু। তাকে আমরা সুখে দুঃখে সবসময় পাশে পেয়েছি। নির্বাচন পরবর্তী  রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে   আটক করা হয়েছে।   আমরা আশ্রাফুল ইসলাম মেম্বারের নিঃশর্ত মুক্তি চাই “।
মানববন্ধন চলাকালে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ২২ মার্চ মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের আবুল হাশেমের ছেলে  হেলাল উদ্দিনের করা একটি চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে  আশ্রাফুল ইসলাম মেম্বারকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।