ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়ে বলে জানান জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম।
মৃত কয়েদি নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। একটি মাদক মামলায় সাজা ভোগ করছিলেন তিনি।
জেলার দিদারুল আলম জানান, মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন নুরুল। গত ১১ মে তাকে কারাগারে আনা হয়। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।