ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদকে কর্মচারী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নব নির্বাচিত শিক্ষক পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কর্মচারী কল্যাণ পরিষদ। গতকাল সংগঠনের সভাপতি প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলম ও সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দিন সুমনের নেতৃত্বে শুভেচ্ছা জানান কর্মচারীরা। এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান উপস্থিত ছিলেন। এক বছরের জন্য শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিয়া, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বদরুন্নেছা, কোষাদক্ষ পদে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের প্রভাষক বাধন দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি অফিস সহায়ক মো. আলাউদ্দিন, সহ-সম্পাদক কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর ছিদ্দিক (সেলিম), কোষাধ্যক্ষ মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক অফিস সহায়ক মো: আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক অফিস সহকারী মাহফুজুল ইসলাম লাকী, প্রচার সম্পাদক অফিস সহায়ক মো: আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অফিস সহকারী মোসাম্মৎ শাহনাজ বেগম, কার্য নির্বাহী সদস্য অফিস সহকারী দুর্জয় চন্দ্র দাস ও গাড়ী চালক মোঃ মাহবুব আলমসহ কলেজের তৃতীয় ও চতুর্থশ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি-২০২৪ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের অনুমোদন প্রদান করেন।