মানুষ উন্নয়নে বিশ্বাস করে, ধোঁকাবাজিতে নয় – মজিবুল হক এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুল হক মুজিব এমপি বলেছেন, আমাকে পর পর ৮ম বারের মত নৌকা মার্কার মনোনয়ন দেওয়ার জন্য নেত্রীকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে চৌদ্দগ্রামের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে,জামাত-বিএনপি আগে সন্ত্রাস করতো,এখন তাদের হাটু ভেঙ্গে গেছে, কারন হল আমার নেত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছর উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে,চৌদ্দগ্রামে এমন কোনো গ্রাম নেই, সেখানে উন্নয়ন হয়নি,উন্নয়ন হয়েছে বলে আজ চৌদ্দগ্রামবাসী ঐক্যবদ্ধ,যারা নশকতা করবে তাদের জনগনেই প্রতিহত করবে।

গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । এসময় জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন।

এমপি মুজিব আরো বলেন, কুমিল্লার সকল আসনে নৌকার জয় হবে,যারা স্বতন্ত্রপ্রার্থী হবে,তারা নৌকা প্রার্থীর কাছে টিকবে না,মানুষ উন্নয়নে বিশ^াস করে, ধোকাকবাজি নয় ।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ও চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।