ঋণ নিতে জমি বা জামানত লাগবে না–কৃষি ব্যাংক চেয়ারম্যান

সুফিয়ান রাসেল ।।
প্রকাশ: ৯ মাস আগে

তিন লাখ টাকা পর্যন্ত সহায়ক জামানত ছাড়া কৃষককে লোন দেওয়া হবে। এটি হবে সবচেয়ে বড় কোয়ালিটি লোন। এভাবে গণমানুষের ব্যাংক হবে কৃষি ব্যাংক। কৃষিকে বেশী গুরুত্ব দেবো আমরা। ৪১ শতাংশ মানুষের কর্মসংস্থান কৃষি থেকে। আমরা এলসি করি, গার্মেন্টে লোন দেই, কৃষকদের লোন দেই। সকল সেক্টরে আমাদের বিচরণ আছে। আমরা গ্রাহক সেবার মান উন্নয়ন করবো। কারণ ভালোর তো শেষ নেই। লিজ গ্রহীতারাও ঋণ নিতে পারবেন। কেউ জমি লিজ নিয়ে আমাদের থেকে ঋণ নিতে পারবে। জমির মালিক হতে হবে না। শুক্রবার (১৮ আগস্ট) কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক সম্মেলনে এ বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। বুরো বাংলাদেশ কুমিল্লার মিলনায়তে এ সম্মেলনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিভাগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, সন্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মো. আরিফ। ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ২০২৩-২৪ অর্থবছরের সকল ব্যবসায়ীক লক্ষমাত্রার বিপরীততে অর্জনসমূহ পর্যালোচনা করেন। ঋণ বিতরণ, আদায় আমানত সংগ্রহ গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক। অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যা ১০৩৮ টি অনলাইন শাখা থেকে পরিচালিত হচ্ছে।