মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক।।
প্রকাশ: ৬ মাস আগে

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন পাকিস্তানি নাগরিক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।

মেলাকা পুলিশের সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে ওই ঘটনায় ২০ থেকে ৪০ বছর বয়সী ওই তিন জন কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। এমন সময় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। বাংলাদেশি নিহতের মরদেহ ওইদিন রাত
১০টার দিকে কংক্রিটের স্তম্ভের খাঁজে কোমর থেকে পা পর্যন্ত আটকা পড়ে থাকতে দেখা যাওয়ার পর ধ্বংসস্তূপ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকাল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া দুই পাকিস্তানিকে সফলভাবে সরানো হলেও আঘাতের কারণে আরও চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে পাঠানো হয়েছে।