নীলনদ আর পিরামিডের দেশ মিশরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী বুধবার (২৮ জুন) মিশর, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার (১৮ জুন) মিশর প্রজাতন্ত্রের ফতোয়া বোর্ড দার ইল-ইফতারের প্রধান ও দেশটি গ্র্যান্ড মুফতি ড. শাওকি ইব্রাহিম আবদেল করিম আল্লামা এ ঘোষণা দেন।