আজ বুধবার (৮ মে) পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩-তম জন্মজয়ন্তী উৎসব।
দিবসটি উপলক্ষে দু’দিনের কর্মসূচী গ্রহণ করেছে কুমিল্লার প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে সঙ্গিত, রচনা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ করে।
আজ পঁচিশে বৈশাখ সকাল সাড়ে দশটায় হৃদয়ে রবীন্দ্রনাথ ম্যুড়ালে ফুলেল শুদ্ধা জানাবে প্রশাসন ও ভক্তরা। এরপর “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবায়ন: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু” শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গিত, রচনা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধর্ণাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়।
১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।