রামগতিতে ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ৮ মাস আগে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনুন চৌধুরীর নেতৃত্বে উপজেলার আলেকজান্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ মিটার কারেন্ট জাল, ১৫ লাখ মিটার মশারী এবং ২০০ পিস চায়না দুয়ারী জাল। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কাজী আল আমিন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান রামগতির সদস্যরা।