চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির রোডমার্চ কর্মসূচি সফল করতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব হাজী জসিম, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন কায়সার, সাজ্জাদ হোসেন।
চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনার, আকতার হোসেন, মাইনুল আহসান মাসুদ, দুলাল পাটোয়ারী, পৌর যুবদল আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।