শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে লাইন দীর্ঘ হতে দেখা গেছে। সকালে রাজধানীর বাড্ডার তিনটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভোটগ্রহণের দায়িত্ব থাকা কর্মকর্তারা বলছেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিত হতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন আরো দীর্ঘ হবে বলে আশা তাদের।
বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টার দিকে কয়েকশ’ ভোটার দেখা গেছে। বাড্ডা আলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা শাখায় বেশ সংখ্যক নারী ভোটার দেখা গেছে। আলাতুন্নেছার স্কুলের বালক শাখায়ও ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বাড্ডা হাই স্কুলে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়লে এখানেও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে।
এ এলাকাটি ঢাকা-১১ আসনের মধ্যে পড়েছে। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬২টি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা নিয়ে এ আসনটি গঠিত।
আলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, এ স্কুলের দুটি শাখা। বালক শাখার ভবনে তিনটি এবং বালিকা শাখার ভবনে তিনটিসহ মোট ছয়টি কেন্দ্র। বালক অংশে ভোট দেবেন পুরুষরা। বালিকা অংশের ভবনের কক্ষগুলোতে ভোট দেবেন নারীরা। সবমিলিয়ে এ স্কুলে ভোটার প্রায় ১৭ হাজার।
ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৫৫৫ জন। এ আসনে নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি। পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২১ এবং নারী ২ লাখ ৯ হাজার ৩৩১ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী। তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে শামীম আহমেদ, আম প্রতীকে এনপিপির প্রার্থী মিজানুর রহমান, বিএনএমের নোঙ্গর প্রতীকে হোসেন আহমেদ আশিক, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মুহাম্মদ মিজানুর রহমান, বিএনএফেরে টেলিভিশন প্রতীকে সাদিকুন নাহার খান, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীকে ফারাহনাজ হক চৌধুরী, গণফ্রন্টের মাছ প্রতীকে শেখ মোস্তাফিজুর রহমান।