রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি।
‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ শিরোনামে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) আজ দেশের বাহিরে বসে বসে দেশের বিরুদ্ধে প্লান করতেছেন। আপনারা একটা কাজ করেন আজ একটা মিনিটের জন্য হলেও দেখা দিয়েন। আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায়।
তিনি আরও বলেন, আপনি (শেখ হাসিনা) দেশের বাহিরে বসে ভয় দেখাচ্ছেন। আপনি কি ভুলে গেছেন, আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আপনি তো সবাইকে মাঠে নেমে দিয়েছিলেন ছাত্র-জনতার বিরুদ্ধে। কিন্তু পারেননি তো।
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘বের হও তোরা, ছাত্র-জনতা প্রস্তুত আছে।’
এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পাল্টা কর্মসূচির ঘোষণা দেওয়ার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেন, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না।’