সমতট পড়ুয়ার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

সুর-ছন্দের আলোড়নে রবি ও কবির তান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

 

জাহিদ হাসান নাইম।।
“ছিন্ন যেথা সকল বাঁধন, মুক্ত যেথা প্রাণ, সুর-ছন্দের আলোড়নে রবি ও কবির তান” শ্লোগানকে লালন করে সাহিত্য সংগঠন সমতট পড়ুয়ার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) কুমিল্লা নগরীর নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সমতট পড়ুয়ার উপদেষ্টা মহিবুবুল হক ছোটন, সমতট পড়ুয়ার সাবেক সভাপতি  অভিষেক কর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঁখি সরকার রাই ও শুভ্র সাহা।

অনুষ্ঠানটি দুইটি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় রবীন্দ্র ও নজরুল বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উপ¯’াপনা ও আলোচনা পর্ব।

এছাড়াও, অনুষ্ঠানে সমতট পড়ুয়ার সভাপতি জনাব সুপ্রিয়া রায় এর সভাপতিত্বে আরো  ছিলেন সমতট পড়ুয়ার সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ঈশিকা সহ কার্যনির্বাহী সদস্য, সক্রিয় সদস্য ও নতুন সদস্যবৃন্দ। পরে, অনুষ্ঠান কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এর মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।