সমাজের বৈষম্য কমাতে কিছু ত্যাগী মানুষ দরকার। প্রতিবেশীদের কথাও চিন্তা করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। ঠিক এমনি একজন মানুষ ছিলেন প্রদীপ কুমার পাল বাবলু। তিনি সমাজপ্রতি ছিলেন না। তিনি মানব সেবক ছিলেন। তিনি সাদা মনের একজন মানব সেবক ছিলেন। তাকে অনুকরণ করা দরকার। তার থেকে আমাদের শিক্ষা আছে।
শুক্রবার (১০ নভেম্বর) কুমিল্লা টাউনহল কনফারেন্স কক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
অতিথিরা আরো বলেন, বাবলুদা বাসার নিচ তলায় ঘুমাতেন। কমার্শিয়াল ইন্সটিটিউটের টেবিল ছিলো তার ঘুমের স্থান। রাতে কেউ ডাকলে সাথেসাথে সহযোগীয় যেনো যেতে পারেন।
কবিকণ্ঠ কুমিল্লার আয়োজনে কবি শফিকুল ইসলাম ভুঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ,
প্রদীপ কুমার পাল বাবলুর ছোট ভাই এড. দিলীপ কুমার পাল, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, ডা. মৃনাল কান্তি ঢালি। স্মরণ সভার সঞ্চালনা করেন কবি জয়দেব ভট্টাচার্য্য ভুলু।