কুমিল্লায় মদিনা বাস নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

সোহাইবুল ইসলাম সোহাগ ।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় গত ২৫ শে মার্চ সিএনজি ও মদিনা মাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।এতে ওই এলাকার জনগন ক্ষিপ্ত হয়ে মদিনা বাস সড়কে চলাচল না করতে রাস্তায় নেমে বিক্ষোভ করে।

কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় চকবাজার-সুয়াগাজী রুটে মদিনা বাস বন্ধের দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, চকবাজার-সুয়াগাজী রুটে চলাচলকারী মদিনা বাসের বেশির ভাগ চালক অদক্ষ, লাইসেন্স বিহীন। এসব বাসের বেপরোয়া গতির কারনে অহরহই ঘটছে দুর্ঘটনা। ঝড়ছে তাজা প্রাণ। এই দুর্ঘটনার শিকার হচ্ছে রাস্তায় চলাচলকারীরা।
মদিনা বাস সার্ভিসটি স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানায় এলাকাবাসী।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান এর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী আব্দুল হান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খলিলুর রহমান মজুমদার, চৌয়ারা বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মজুমদার, রফিকুল ইসলাম, জামাল চৌধুরী, ২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মন্নান।

এ সময় চৌয়ারা অক্সিজেন ব্যাংকের পরিচালক নাজমুল হাছান সাকিব, ওরা এগারোজন রক্তদান সংঘের সভাপতি তানিম ইসলাম সাগর, শাহজালাল রিংকু, নীরব, হীরন, রিপন, রায়হান ইসলাম মজুমদার এবং মদিনা বাসে দূর্ঘটনার শিকার নিহত ও আহত পরিবারের সদস্য সহ চৌয়ারা-সুয়াগাজি অঞ্চলের সাধারণ জনগন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।