সরকারের পতনে ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান জরুরি—শওকত মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

জালেম সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান জরুরি। আর বিজয়ী গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। সমাবেশের স্বাধীনতায় যারা বাধা দিয়েছে, তাদের একদিন জবাবদিহিতার আওতায় আনা হবে। তাদের তালিকা আমাদের কাছে আছে। কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার খবরও রাখি।

ইনসাফ কমিটি কোন রাজনৈতিক দল নয়। আমাদের দাবিগুলো রাজনৈতিক। শনিবার (১৭ জুন) সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণসমাবেশে একথা বলেন কমিটির সদস্যসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, হকার্স নেতা সিদ্দিকুর রহমান, জিয়া গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, গণআজাদী লীগের সিনিয়র সহ সভাপতি রেহানা সালাম, সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, ড. ফারহাত হোসেন, ড. রেজাউর রহমান, ভিপি আজাদ, মানবাধিকার নেতা মুনজুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আ. আউয়াল ঠাকুর প্রমুখ।

নসাফ কায়েম কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ চিন্তক ফরহাদ মজহার বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছে জাতীয় ইনসাফ কায়েম কমিটি। নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন জাতীয় নির্বাচন হবে। প্রস্তাবনায় বলা হয়, জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে নতুনভাবে বাংলাদেশ গঠনের এটাই সঠিক পথ।