পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। নজরুল ইসলাম কুমিল্লা-৮ (বড়ুরা) আসনে নৌকার মনোনয়নে ২০০৮ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই দুপুরে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন শাহজাহান। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর শাহজাহানের পরিবার বাদী হয়ে হত্যা মামলা করে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নজরুল। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।