অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

জহিরুল হক বাবু।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার আসামী সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন আবারো না মঞ্জুর করে কারাগারে রাখার নিদর্শনা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২ টায় জেলা ও দায়রা জজ আদালতে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করেন তার পক্ষের আইনজীবী আবদুল মমিন ফেরদাউস। পরে দু পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নাছরিন জাহান জামিন আবেদন নামঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নুরুর রহমান।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেইসবুকে পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকী বর্তমানে কুমিল্লা জেল হাজতে রয়েছেন।