আখাউড়ায় ছাত্রলীগের অনন্য দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কখনো খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন, আবার রাস্তায় পড়ে থাকা গাছ পরিষ্কার করছেন, কখনো দেখা যায় অসহায় মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করছেন। কখন কার কী সমস্যা সার্বিক ভাবে খোঁজখবর রাখছেন। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে। টানা বৃষ্টি পাহাড়ি ঢল ও হাওড়া নদীর বাধ ভেঙে উপজেলার অন্তত ১০টি গ্রাম তলিয়ে যায়। প্রবল স্রোতে ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। পানিবন্দি হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। এ পরিস্থিতিতে এ বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পানিবন্দি মানুষদের সহায়তা দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তারা গত কয়েক দিন ধরে বানভাসি মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া মুড়ি, বিস্কুট,খাবার স্যালাইন, মোমবাতিসহ নানা জাতের পণ্য। তাছাড়া রাস্তায় পড়ে থাকা গাছ পরিষ্কার ও করছেন। বানভাসি মানুষের নানা সমস্যায় তারা দিন রাত এগিয়ে গিয়ে কাজ করছেন। এসব কাজ করে এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে এ সংগঠনটি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রিফাত চৌধুরী, এস এম রায়হান সুফল, মুন্না হোসেনসহ অনেক নেতাকর্মী এসব কাজে সার্বিকভাবে সহায়তা করেন।

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দিদের তালিকা করে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা স্বেচ্ছায় এবং নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে আমরা বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যখন যেভাবে খবর পাচ্ছি আমরা অসহায়দের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। অসহায় মানুষদের সহযোগিতা করতে পেরে খুবই ভালো লাগছে।