আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন

জাহিদ হাসান নাইম।।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ‘কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫’ এর তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আইনজীবি সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী তফশিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস।

এসময়, তফশিলে প্রার্থী মনোনয়নপত্র বিক্রয়, গ্রহণ, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচী প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তফশিলে জানানো হয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায়। এরপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় করা হবে। একই দিন বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

এরপর, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ করা হবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টা।

পরে, মহানগর বিএনপির সম্মেলনের দিন আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ দিন ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এর মধ্যে মধ্যাহ্ন বিরতি থাকবে দুপুর সোয়া ১ টা থেকে পৌনে ২ টা পর্যন্ত।

এসময় সংবাদ সম্মেলনে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৯ ফেব্রুয়ারি তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকার অন্তর্ভুক্ত ভোটারগণ, প্রস্তাবকারী ও সমর্থনকারীরাও প্রার্থী হতে পারবেন। তবে একই প্রার্থী একাধিক পদে প্রার্থী হতে পারবেন না।

কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস বলেন, এই নির্বাচন কুমিল্লা মহানগর বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।

নির্বাচন পরিচালনার জন্য এডভোকেট আলী আক্কাস’কে প্রধান নির্বাচন করে ৫ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে৷ অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট মুহাম্মদ ইউসুফ আলী, সদস্য এডভোকেট মুহাম্মদ তৌফিক আহমেদ চৌধুরী আকাশ, ডাঃ মিনহাজুর রহমান তারেক, এডভোকেট শাখাওয়াত হোসেন মিঠু।