উন্নয়নের ছোঁয়া সবার মাঝে ছড়িয়ে দিতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লব সম্ভব নয়

বার্ডে সেমিনারে আলোচকগণ-
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

উন্নয়নের ছোঁয়া সবার মাঝে ছড়িয়ে দিতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করা সম্ভব নয়। চতুর্থ শিল্প বিপ্লব যথার্থ ভাবে মোকাবেলা করতে হলে প্রযুক্তিতে আরো এগিয়ে যেতে হবে। দেশের সকল মানুষকে সচেতন করতে হবে। উন্নয়ন করতে হবে টেকসই। আমাদের অর্থনীতি,রাজনীতি,সামাজিক নিরাপত্তা ও পরিবেশসহ সকল বিষয়ে মনোযোগী হতে হবে। কোনটাকেই বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী(বার্ড)’র লালমাই অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। চতুর্থ শিল্প বিপ্লব,টেকসই উন্নয়ন:চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়া শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ড. হারুন অর রশীদ মোল্লা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম জাকির সাদ উল্লাহ খান।রিপোর্টের উপর কি নোট পেপার
উপস্থাপন করেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার পরিচালক ড. মিজানুর রহমান এবং সেমিনারটি প্রানবন্ত ভাবে উপস্থাপনা করেন সেমিনার সহযোগী পরিচালক কাজী সোনিয়া রহমান।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান,বার্ডের কামরুল হাসান, শিক্ষক প্রশিক্ষণ সেন্টারের আবদুল কাদেরসহ বিভিন্ন পেশার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।