এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

প্রতি বছরের ন্যায় এবারো আজ শনিবার ( ৭ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব কুমিল্লার উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। খান ফাউন্ডেশন এ সেবা কার্যক্রমে সার্বিক সহযেঙাগিতা করেন। শীত বস্ত্র বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনপি,এলজি এপে.এড.সৈয়দ নুরুর রহমান।

এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে.এড. মাহবুবুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি এপে. জসিম উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ আলম ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর আইপিডিজি এপে.এড.খোরশেদ আলম,এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে.মাহমুদুল হাসান পাশা,এপে.শাহাজাদা এমরান,এপে.শাহরিয়ার জামান,বর্তমান বর্ষের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মাহফুজুর রহমান,ট্রেজারার এপে. রাজিব হোসেন, ,মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. সৈয়দ আহমেদ লাভলু,ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে.মাহমুদুল হাসান মনির,ফ্লোর মেম্বার এপে.নেপাল চন্দ্র দেবনাথ।

এ ছাড়া অনুষ্ঠানে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টামন্ডলীর সদস্য শাহজাহান খান,রশিদ খান,আউয়াল খান, সহ-সভাপতি অধ্যাপক শরীফ খান,মোঃ আফজাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাম খান ,আরফাত আলম খান,সহ-সাধারণ সম্পাদক,মোহাম্মদ মাসুক খান,সোহাগ খান,অর্থ সম্পাদক হান্নান খান,সহ অর্থ সম্পাদক মো.জমির উদ্দিন খান,সদস্য হামিম খান,ইরমান খান প্রমুখ।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।