কুবিতে বাংলাদেশের দুই দশকের ছোটগল্প নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষকদের নিয়ে
‘বাংলাদেশের ছোটগল্প (১৯৯০-২০১০) উত্তর উপনিবেশিক বিবেচনা’ শীর্ষক
কর্মশালা করেছে ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)।
বুধবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে
সকাল ৯ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা
হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য ড.
এ. এফ. এম আব্দুল মঈন বলেন, আমাদের জীবনে সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রভাব
রয়েছে। এই প্রভাব নির্দিষ্ট কোনো জায়গাজুড়ে নয় বরং পুরো বিশ্বজুড়ে রয়েছে।
একাডেমিক গবেষণা ও সাহিত্যের যথাযথ চর্চা ও জানাশোনার মাধ্যমে প্রথাগত
জ্ঞানকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড.
মোহাম্মদ গোলাম মওলা, প্রধান বক্তা ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক
ড. মোহাম্মদ রেজাউল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসসহ
কলা ও মানবিক অনুষদের বিভিন্ন শিক্ষকরা।