কুবির ইংরেজি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ৫ দিন আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিভাগের করিডোরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও লিবারেল মাইন্ডসের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার, সহযোগী অধ্যাপক মোঃ হারুন, সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়াত, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, প্রভাষক মো. বুলবুল আহমেদ, প্রভাষক মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

কোরআন তিলাওয়াত, দোয়া ও ইফতারের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।