কুবি’র কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের খাবার ও মডেল টেস্টের আয়োজন

মো. মাহমুদুল হাছান রোহান, কুবি।।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগত ভর্তিচ্ছু প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য খাবার ও মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই খাবার ও পরীক্ষার আয়োজন করা হয়।

 

 

এসময় গাইবান্ধা থেকে আগত এ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. বাইজিদ হোসাইন অয়ন বলেন, অন্যান্য যত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছি এরকম অভিজ্ঞতা কোথাও হয়নি। তাদের গাইডলাইন আমাদের জন্য অনেক হেল্পফুল। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

এসময় রংপুর থেকে আগত সি ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. রাফিদুল ইসলাম রাফি বলেন, আমরা যারা উত্তরবঙ্গ থেকে এসেছি তাদের জন্য নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। বাড়ি থেকে এত দূরে ভর্তি পরীক্ষা দিতে এসে ভাইদের কাছ থেকে যে আদর পেলাম তা পুরো পরিবারের লোকের কাছ থেকে আদর পাওয়ার মতো মনে হচ্ছে। আর এই পরীক্ষাটা লাস্ট নাইটের প্রিপারেশন হিসেবে আমাদের কনফিডেন্স বুস্ট করার মত একটা বিষয়।

 

এবিষয়ে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের আহ্বায়ক মো. কায়েসূর রহমান বলেন, আমরা কোরআন অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় আগত পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছি। শুধু কোরআন এন্ড কালচারাল ক্লাবই নয় তাবলীগ ও দাওয়া কমিউনিটি তিনটা দীনি সংগঠন একসাথে কাজ করে যাচ্ছি। কোরআন অ্যান্ড কালচারাল ক্লাবের পক্ষ থেকে আজ রাতের খাবারের এবং মডেল টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলে চাই এবারের পরীক্ষাটা উৎসবমুখর হোক এবং এটা উৎসবমুখর হচ্ছে।