কুবি কর্মকর্তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ১ দিন আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের আয়োজনে ইফতার ও দোয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভাবনের ৪১১ নাম্বার কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিনিয়র প্রোগ্রামার মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.হায়দার আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক ও এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

এসময় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা সাধারণ ভাবেই আমাদের পারিবারিক, সামাজিক কাজগুলো আন্তরিকতার সাথে করে থাকি। অনুরূপভাবে এই প্রতিষ্ঠানটি, যেটার মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন সেই প্রতিষ্ঠানেও আপনারা আন্তরিকতার সাথে কাজ করবেন।
আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সততা,ন্যায়-নীতি ও নিষ্ঠার সাথে কাজ করবেন তবেই এই বিশ্বিবদ্যালয় কাঙ্ক্ষিত মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলে, রনজানের শিক্ষা হচ্ছে সংযমের শিক্ষা। আমরা আমাদের সকল কাজে যেন এ সংযম অবলম্বন করতে পারি। সংযমটা আমাদের শিক্ষা, আচরণ, কথাবার্তার মধ্যে যেন আনতে পারি। আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা তা গ্রহণ করছি না, এটার মাধ্যমে আমাদের সংযমের শিক্ষা দেয়া হচ্ছে। এর থেকে ধৈর্য্যের সৃষ্টি হয়, এই ধৈর্য্য যেন আমরা সব জায়গায় ধারণ করতে পারি। বদরের যুদ্ধে সামান্য সংখ্যক যোদ্ধা জয়লাভ করেছিলেন আদেশের ঐক্য ছিলো বলে, তাই আমরাও আদেশের ঐক্য মেনে চলবো এবং আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো।

এসময় উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী বলেন,বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিংটিকে মানুষ একটা দুর্নীতিগ্রস্থ বিল্ডিং হিসেবে চেনে । সবাই সবার জায়গা থেকে নিখুঁত না, অনেকেই ভালো কাজ করে যাচ্ছে, কিছু মানুষের কর্মকান্ডের কারণে, গুটিকয়েক দূর্নীতিবাজের কারণে সবাই আমরা তাদের দায়ভার নিবোনা। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের মুত্তাকী করেন। আল্লাহ তায়ালা আমাদের রমজান দিয়েছেন শুধু খাওয়া থেকে মুত্তাকী হওয়ার জন্য নয়। সকল কাজে মুত্তাকী হওয়ার জন্য।

মুত্তাকী শব্দের বাংলা অর্থ খোদা ভীতি, আমি মনে করি মুত্তাকী হল মানুষের মনের এমন একটা অবস্থা, যে অবস্থায় মানুষ মনে করে আল্লাহ তায়ালা আমাকে দেখছেন, এজন্য মানুষ রোজা থাকেও পানি ডুব দিয়েও আল্লার ভয় করে। কারণ তখন সে মনে করে আল্লাহ তায়ালা আমাকে দেখছেন।
আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের মুত্তাকী করেন।

এসময় সিনিয়র প্রোগ্রামার মো. নাসির উদ্দিন বলেন, আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে সকলের জন্য দোয়া করবো যেন দুনিয়া ও আখিরাতে আমরা কামিয়াব হতে পারি, মাহে রমাদান অনেকগুলো কারণে সম্মানিত, এই মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন আমাদের গাইডলাইন, এই গাইডলাইন আমাদের পালন করা দরকার।