কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বানোয়াট তথ্যের ভিত্তিতে তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।
রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে থিয়েটারের সদস্যরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় উক্ত সংগঠনের সদস্য রাকিন খান বলেন, ‘র্যাব কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর এমন কোনো রাইটস নাই কোনো ডকুমেন্টস বা এভিডেন্স ছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া। আমি এর যথাযথ বিচার চাচ্ছি। কাদের ইন্ধনে একজন শিক্ষার্থীকে এভাবে অপদস্থ করা হয়েছে। যারা মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে হান্নান রহিমকে হেনস্তা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
ভুক্তভোগী হান্নান রহিম বলেন, ‘আগের মতো সন্ত্রাসী কায়দায় মানুষকে তুলে নেওয়ার সংস্কৃতি নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। দেশ বিরোধী চক্রান্ত যারা করে আপনারা কেউ তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করবেন না। এদেরকে সুযোগ দেওয়া হলে তারা আবারও দেশবিরোধী চক্রান্ত এবং দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবে। দেশবাসীর উদ্দেশ্য বলছি, আপনারা যথাযথ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।’
সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, হান্নান রাহিম একজন সংস্কৃতিমনা মানুষ। কিন্তু তাকে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে র্যাব তুলে নিয়ে গিয়েছিলো কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই। আমি হান্নান রাহিমকে জানি, সে অন্ততপক্ষে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য হতে পারে না। ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি নিয়ে সে কথা বলে বলেই কি সে চক্ষুশূলে পরিণত হয়েছে? আমি প্রশাসনের কাছে জবাব চাই। প্রশাসনকে বলছি আপনারা যথাযথ তথ্য ও প্রমাণ নিয়ে আপনার কর্তব্য পালন করবেন।