কুমিল্লায় গোমতী নদীর চরে মাটিকাটার খাদে ডুবে এক কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে

ফুটবল খেলার সময় গোমতী নদীর চরের খাদে পড়ে জিসান নামে ১৩ বছর বয়সী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলি এলাকায় গোমতী নদীর বেরি বাঁধের ভেতরে এই ঘটনা ঘটে।
জিসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোঃ সুমন মিয়ার ছেলে, বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকেন। আমতলীতে তার মামা মাসুম মিয়াদের বাড়িতে বেড়াতে আসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেরিবাধে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় জিসান। এ সময় মাটি ব্যবসায়িদের কেটে নেয়া জমির খাদে ফুটবলটি পড়ে যায়। জিসান ফুটবলটি আনতে ওই খাদে ঝাঁপ দেয়। গভীরতার টের না পাওয়ায় ফাঁদে পড়ে জিসান তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এলাকাবাসী এসে দেখেন – জিসান পানিতে তলিয়ে গেছে। স্থানীয় লোকজন টানা ২ ঘন্টা ওই খাদটিতে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে জিসানকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, জিসান নামে ওই কিশোর টি ফুটবল খেলতে গিয়ে খাদের পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক্বাকের মৃত ঘোষণা করে। জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।