কুমিল্লায় চারটি মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে কমিটি গঠন করার এ আদেশ দেয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে মো: নাদিউর রহমান শুভ, সিনিয়র সহসভাপতি মো: আবু বকর, সহসভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আসমা নূরী এবং সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান জিহাদের নাম ঘোষণা করা হয়।
কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদে তাহসিনুল ইসলাম তানিম, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক হানিফুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাহরিয়ার আলমের নাম ঘোষণা করা হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক কাফি আহমেদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
সেন্ট্রাল মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের সভাপতি রিয়াদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান তুরবী, সাধারণ সম্পাদক মেহেদী চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়।