কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার মাত্র ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। সোমবার(২০জুন) দুপুর ২টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের পানি উচ্চতা পরিমাপে দেখা যায়, ৯.৯ সে.মিটার উচ্চতায় গোমতীর পানি প্রবাহমান। এ উচ্চতা পরিমাপ করা হয় টিক্কারচর এলাকায়।গোমতীর বিপদসীমার একক হিসেবে ধরেছেন ১০.৭৫ সে.মি.। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানিয়েছেন আগামী ২৫ জুন পর্যন্ত গোমতী নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে ।

এদিকে গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী সংলগ্ন চর পানিতে তলিয়ে যায় । ফলে বন্যার পানিতে তলিয়ে যায় লক্ষ লক্ষ টাকার বিভিন্ন সবজি ক্ষেত। আগামী দুই তিন দিন পানি আরো বৃদ্ধি পেলে চরের সকল সবজি তলিয়ে যাবে বলে জানিয়েছেন কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্থ হবেন অত্রঞ্চলের কয়েকশথ কৃষক।