কুমিল্লায় ডাক্তার না হয়েও পদবী ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রিএজেন্ট ব্যবহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ডাক্তার না হয়েও ডাক্তার ও ডেন্টিস্ট পদবী ব্যবহার করা এক প্রতিষ্ঠানের মালিক আবদুল খালেককে জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করা হতো। কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারের প্রতিষ্ঠানটির নাম সেবা ডেন্টাল কেয়ার। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
তিনি জানান, ডাক্তার না হয়েও ডাক্তার ও ডেন্টিস্ট পদবী ব্যবহার করছিলেন। এছাড়া মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা এবং চিকিৎসার কাজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি। সোমবার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবদুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মিথ্যা বিজ্ঞাপনের দুই হাজার প্যাড ধ্বংস করা হয়।
এদিকে বেশি দামে তেল বিক্রি করায় একই বাজারের প্রাইম ব্র্যান্ডের ইউনি প্রাইম কনজুমার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আট হাজার বাড়তি দামের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।