কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় বাজী উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লায় ৩৪ কেজি গাঁজা ও ১৫,০৮,৬৫০টি আতসবাজি উদ্ধার করে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম।

মঙ্গলবার(১৪ মার্চ) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় দেবাশীষ অধিকারী,সহকারি কমিশনার ভূমি, কুমিল্লা এবং জেসিও- ৮০৮৫ সুবেদার মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে পৃথক অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী থানার সীমান্ত পিলার ২০৮২/১১ এস হতে “রসূলপুর রেল স্টেশন” টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করে ঢাকা হতে চট্টগ্রাম গমনকারী কর্ণফুলী ট্রেন হতে ১৫,০৮,৬৫০টি বাজি আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ১,০৮,০০,৮০০/-(এক কোটি আট লক্ষ আটশত) টাকা।আরেক অভিযানে ঢাকা হতে চট্টগ্রাম গমনকারী কর্ণফুলী ট্রেন হতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম বলেন,এই অভিযানে গাঁজা ও ভারতীয় পন্য আতসবাজি উদ্ধার করতে আমরা সক্ষম হই।আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নিয়মিত আমাদের অভিযান অব্যাহত থাকবে।