কুমিল্লায় বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার; বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক তিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রাইভেটকারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমঙ্গল গ্রামের মোঃ রানু মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন(২৭), একই থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত মোঃ মফিজ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া(২৬) ও একই জেলার বাঙ্গুরা থানার বাঙ্গুরা গ্রামের মোঃ ময়নুল ইসলাম জুয়েল (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।