কুমিল্লায় মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার এক সেমাই কারখানায় একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (৩ এপ্রিল) কুমিল্লার বালুতুপা এলাকার একটি সেমাই কারখানায় এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
জরিমানা শেষে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ময়দা ব্যবহার করে সেমাই প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত, প্যাকেটের গায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করা ও ওজনে কারচূপির করায় মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সাথে ১০০ কেজি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাতটি নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।