কুমিল্লায় রড নিয়ে প্রতারণা ২০ হাজার টাকা জরিমানার ৫ হাজার পেলেন অভিযোগকারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লায় রড নিয়ে প্রতারণা করায় এক দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। এসময় প্রতারণার অভিযোগ করা সেই ভোক্তাকে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়। বিকেল ৩টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুল শিক্ষক মিজানুর রহমান আমাদের নিকট অভিযোগ করেন, তিনি মেসার্স নজরুল ট্রেডার্স নামক একটি দোকান থেকে এক হাজার ৪২৫ কেজি একেএস রড ক্রয় করেন। কিন্তু এক হাজার ৪২৫ কেজি রডের মধ্যে ২৫০ কেজি একেএস রডের পরিবর্তে বাংলা রড সরবরাহ করে। যা তিনি চাননি। তার অভিযোগটি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মেসার্স নজরুল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অভিযোগকারী স্কুল শিক্ষক মিজানুর রহমানকে জরিমানার ২৫শতাংশ হিসাবে ৫ হাজার টাকা ঘটনাস্থলেই প্রদান করি। এমন যদি কোন ভোক্তা প্রতারিত হয়ে আমাদের নিকট অভিযোগ করেন আমরা সাথে সাথেই ব্যবস্থা নেব। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।