কুমিল্লায় লোডশে‌ডিংয়ের খবরে চার্জার লাইট বাড়তি দামে বিক্রির দায়ে, জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

লোডশে‌ডিং এর খবরে চার্জার লাইট বাড়তি দামে বিক্রি করায় কুমিল্লার তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) নগরীর নিউমা‌র্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম বলেন, চার্জার লাইটে আ‌গের দাম মু‌ছে দাম বা‌ড়ি‌য়ে নতুন স্টিকার লাগানো হ‌য়ে‌ছে এমন অ‌ভি‌যো‌গে ভাই ভাই ই‌লেকট্রনিক্স এন্ড সা‌র্ভিস সেন্টার‌কে ১০ হাজার টাকা, অ‌যৌ‌ক্তিক মূ‌ল্যে টে‌বিল ল‌্যাম্প বি‌ক্রির প্রস্তাব করায় এ‌শিয়া ওয়াচ এন্ড ই‌লেক‌ট্রিক‌কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অননু‌মো‌দিত বি‌দেশী গু‌ড়ো দুধ বি‌ক্রি করায় হাজী খোকন স্টোর‌কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অ‌ভিযা‌নে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ, নিউমা‌র্কেট মা‌লিক সমি‌তি ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানান এই কর্মকর্তা।