কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউট দলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিংএই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের রোভর স্কাউট দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রশিক্ষন) ও কুমিল্লা লালমাই ট্রেনিং সেন্টার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মদ। অনুষ্ঠানের প্রধান অতিথি
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন- স্কাউটিং একটি শিক্ষা সেবামূলক অরাজনৈতিক আন্দোলন।সুন্দর জীবনের জন্য যোগ্যতার প্রয়োজন।যোগ্যতা হলো ঠিকে থাকার উপায়,
এই যোগ্যতা অর্জনে হাতে কলমে প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে স্কাউটিং এ।
এ ছাড়া ও তিনি বলেন
শুধু মাত্র বই পড়ে স্বার্থপর মানুষ হলে চলবে না মানবীয় গুণাবলীর মানুষ হতে হবে। অনেক বড় স্বপ্ন দেখতে হবে, তাহলে বড় সফলতা পাওয়া যাবে।
নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসাইন এর এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউট ইউনিট লিডার ও পর্দাথবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়া মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক হাসান ভূইয়া,
মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, মো. জাবেদ হোসেন, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার।