কুমিল্লা চেম্বারের সভাপতি ইমরান খান আর নেই

আজ সোমবার রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে নামাজে জানাযা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার বরেণ্য প্রয়াত রাজনীতিবিদ অধ্যক্ষ ্আফজাল খান এডভোকেটের বড় ছেলে ,কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি,এফবিসিসিআই’র পরিচালক ও আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপি) সোমবার(৬ মার্চ) দুপুরে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

মরহুম ইমরান খানের বড় বোন ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা এ কথা নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে ইমরান খানের বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে, মা. দুই ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন,নেতাকর্মীও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ শুনার সাথে সাথে নগর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে। দল মত,ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ ছুটে যান নগরীর ঠাকুরপাড়াস্থ ইমরানের বাড়িতে। তার মত একজন তরুণ রাজনৈতিক নেতাকে হারিয়ে অসংখ্য নেতাকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন।

শেষে গোবিন্দপুরস্থ তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য মাসুদ পারভেজ ইমরান খান ২০১৪ সালে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।