কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক পাভেলের উদ্যোগে বুড়িচংয়ের বন্যার্তদের ত্রাণ বিতরণ

হৃদয় হাসান ।।
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার বুড়িচংয়ের বন্যা দুর্গত এলাকায় কুমিল্লা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বুড়িচং উপজেলার বন্যাদুর্গত এলাকায় কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক পাভেলের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় বন্যার্তদের মাঝে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারও বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময়, কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক পাভেল বলেন, আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ভাইয়ের আদেশে আমরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছি। যেসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি, আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করে সেখানকার মানুষদেরকে ত্রাণ দিচ্ছি। আমরা মানুষের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব।