নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র হাতে হামলা চালানো ইমামুন হাসান রাব্বি (৩২) কে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গত বুধবার রাত সাড়ে দশটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম দৈনিক আমাদের কুমিল্লাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রাব্বি কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি কুমিল্লা মহানগর ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে কুমিল্লা সাবেক সংসদ সদস্য আকম বাহা উদ্দিন বাহারের কন্যা সাবেক মেয়র তাহসিন বাহান সুচনার জাগ্যত মানবিকতা সংগঠনের সদস্য।
জানা যায়, কুমিল্লা নগরীর শাসনগাছাসহ নগরীর বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম আসামি। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাশারী পট্টিসহ বিভিন্ন এলাকায় ছাত্রদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস আই সৈকত মজুমদারের নেতৃত্বে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।