কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমিরের অব্যাহতির আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

 কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আমিরুজ্জামান আমিরের দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে । গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয় ।
গত ২৭ শে জুলাই ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আমিরুজ্জামান আমিরকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল ।
চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর আবেদনের প্রেক্ষিতে মোঃ আমিরুজ্জামান আমিরের অব্যাহতি প্রত্যাহার করা হয় । এবং দলের প্রাথমিক সদস্য সহ দলীয় কর্মকাণ্ড সম্পৃক্ত থাকতে পারবেন বলে জানানো হয় ।