‘প্রশিক্ষণ নিয়ে জেনে-বুঝে বিদেশ গেলে প্রতারণার মুখোমুখি হব না’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সদর দক্ষিণ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রাক মাইগ্রেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন,মধ্যপাচ্যসহ বিশ্বের নানা দেশে নির্মম নির্যাতনের শিকার হন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। সরকারি প্রক্রিয়া যথাযথ ভাবে মেনে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে আমরা এই ধরনের মানবেতর পরিস্থিতির মুখোমুখি হব না।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত উপজেলা কর্মশালায় তিনি এ কথা বলেন।
উপজেলা পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে সবাইকে সচেতন করতে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাই আবিদ। নিজ বক্তব্যে তিনি বলেন, ‘নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্যে প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়াও বিদেশ-ফেরতদের পাশাপাশি বিদেশে থাকা অভিবাসী শ্রমিকদেরকেও কাউন্সেলিং সেবার আওতায় আনতে হবে।’
কর্মশালায় বক্তব্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনায়েদ কবির খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা এবং উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা তাজুল ইসলাম মজুমদার, সদর দক্ষিণ মাইগ্রেশন সভাপতি মো: কামাল হোসেন মেম্বার। অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন। কর্মশালা পরিচালনা ও সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কুমিল্লা এমআরএসসি’র কো-অর্ডিনেটর তানভীর হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও-ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে এডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।