পদ্মা সেতুর উদ্বোধন – কুমিল্লাজুড়ে উচ্ছাস

উদ্বোধন দেখতে নগরীর টাউনহলে বড়পর্দা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মাহফুজ নান্টু :  আজ শনিবার পদ্মাসেতুর উদ্বোধন। সেই পদ্মাসেতুর সাথে যোগাযোগ ব্যবস্থায় কুমিল্লার তেমন কোন সম্পর্ক না থাকলেও আজ পদ্মাসেতু উদ্বোধনের দিন কুমিল্লাজুড়ে মানুষের উচ্ছাস ছিলো চোখে পড়ার মত।

সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র ্যালী জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউনহলে এসে মিলিত হয়। আনন্দ র ্যালীতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

আনন্দ র ্যালীর নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল ( অবঃ) আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড.সফিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু খান, কুমিল্লা মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, র ্যাব ১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, নারীনেত্রী পাপড়ী বসুসজ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে সকাল দশটায় নগরীর টাউনহলে এসে দেখা যায়, বড় পর্দায় শতসহস্রাধিক সাধারণ মানুষজন পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে ভীড় করেছেন।

নিজের রিকশা থামিয়ে টাউনহলের বাইরে থেকে পদ্মাসেতুর উদ্বোধন দেখতে আসা রিকশা চালক জমির হোসেন বলেন, তার বাড়ি পিরোজপুর। জমির বলেন, আমাদের মনে আনন্দের বন্যারে ভাই। টেনে টেনে কথা বলে জমির বলেন, পদ্মাসেতুর উদ্বোধনে আমাদের কেমন মনে হচ্ছে বলে বুঝানো যাবে না। এখন আর ফেরীর জন্য অপেক্ষা করতে হবে না। সেতুর উপর দিয়া ফুরুত করে চলে যাবো বাড়ি।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পদ্মাসেতুর উদ্বোধন আমাদের আরেক বিজয়। সবাই হয়তো অনুষ্ঠানস্থলে গিয়ে উদ্বোধন দেখতে পারবেন না। তবে কুমিল্লাবাসীর জন্য কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহলে পদ্মাসেতুর উদ্বোধন দেখার ব্যবস্থা করেছি। কুমিল্লার সব পেশাশ্রেণীর মানুষের অংশগ্রহণে বলা যায় আজ কুমিল্লার জন্যও আনন্দের দিন।