কুমেক হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এর আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২ খ্রিঃ) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার গিলাতলী গ্রামের কৃতি সন্তান। পিতা মোঃ আনোয়ারুল আজীম সিদ্দিকী ও মাতা কাজী খাদিজা বেগম।

তিনি বলেন,বাকী জীবন গ্রামের বাড়ি থেকে মানুষের সেবা করব। সিভিল সার্জন, লাইন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, অধ্যক্ষ এর পর পরিচালক।
গিলাতলী নিজ গ্রামে থেকে মায়ের কবরের পাশে বাবার শ্নেহ নিয়ে আত্বিয় -স্বজনদের ভালোবাসায় জীবন কাটাতে চান তিনি।